
অনলাইন ডেস্ক:
নাটোরের লালপুরে বনপাড়া-পাবনা মহাসড়কে গোধড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা মেয়ে নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২জন।
আজ বৃহস্পতিবার (২৭শে মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান ইউনিয়নের গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বগুড়া সদর কৈপাড়া এলাকার আবুল কাশেম মন্ডলের পুত্র শাহারিয়ার শাকিল(৩৫) ও তার মেয়ে সামাইরা খাতুন (২)। আহতরা হলেন, প্রাইভেটকার ড্রাইভার অজ্ঞাত ও নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬)।
পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আশা প্রাইভেট কার লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে বাবলা গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করে। আহত আয়শা আক্তার রুনী পাটোয়ারী হাসপাতালে ভর্তি আছে, আহত প্রাইভেটকার চালককে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছে।
সকালে প্রাগপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে বালু ভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হন। আসমত আলী আদাবারিয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা। অন্যদিকে সকাল মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে ভিজিএফ’র চাল নিতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫০) নামে এক নারী প্রাণ হারান। নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মন্ডলের স্ত্রী।
জানা যায়, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বালু ভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, মথুরাপুর ইউনিয়ন পরিষদে সরকারি সহায়তার চাল নিতে গিয়ে নিরাপদ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান নার্গিস খাতুন।