
শাহজাহান চৌধুরী শাহীন ।।
কক্সবাজারের পেকুয়া উপজেলার নিজ এলাকায় দীর্ঘ ১০ বছর পর ঈদুল ফিতর উদযাপন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সোমবার পেকুয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ঈদের জামাতে নামাজ আদায় করেন।
সেখানে মুসল্লি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি স্থানীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
বিএনপির শীর্ষ নেতা পেকুয়া সদর ইউনিয়নে নিজ বাসভবনে যান। সেখানে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রিয় নেতাকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন দলীয় নেতাকর্মীরা। এতে এবারের ঈদে আনন্দ ভিন্নমাত্রা পেয়েছে বলে অভিমত তাদের।
অন্যদিকে বিএনপির এ নেতাও দীর্ঘদিন পর নিজ এলাকায় ঈদ উদযাপন করতে পেরে অন্য রকম অনুভূতি কাজ করছে বলে জানিয়েছেন।
এছাড়া তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।