
সিবিসি নিউজ ডেস্ক।।
কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজল শ্রদ্বেয়া মাতা ও নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী, সাবেক সংসদ সদস্য ছালেহা খানম
বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের সময় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি……..রাজেউন) ।
মরহুমা ছালেহা খানম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাসন আমলের সংসদ সদস্য ছিলেন।
শুক্রবার আসরের নামাজের পর হোটেল নিরিবিলির মাঠ প্রাঙ্গনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন মাগরিবের নামাজের পর মরহুমার গ্রামের বাড়ী
কক্সবাজারের ঈদগাঁও পোকখালী গোমাতলী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থান তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন মরহুমার সন্তান সাবেক সাংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
“সাবেক এমপি সালেহা খানমের মৃত্যুতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের শোক ”
কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের মমতাময়ী মা ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সালেহা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি এক বিবৃতিতে মরহুমার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, মমতাময়ী মা ও রাজনীতিক সালেহা খানমের মৃত্যুতে আমরা একজন দরদী অভিভাবককে হারালাম। তাঁর মৃত্যুতে পরিবার ও দেশের জন্য যে শূন্যতা তৈরি হলো তা কখনোই পূরণ হবার নয়।
তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, সালেহা খানমের মৃত্যুর শোক যেন তাঁর পরিবারের প্রতিটা সদস্য সইতে পারেন। একই সাথে মহান আল্লাহ যেন মরহুমা মাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান করে দেন।