
মো. একরামুল হক, স্টাফ রিপোর্টার।।
কক্সবাজার সদর উপজেলা ভুমি অফিসে অভিযান চালিয়েছে দুদক।
সোমবার (২৮শে এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নের্তৃত্বে অভিযান চলে। এরআগে ভুমি অফিসের কাননগো, অফিস সহকারী সহ কর্মচারীরা সরে পড়ে।
ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এক অভিযান চালায়। একসময় একটি ফাইজ জব্দ ও সহকারী কমিশনার ভুমি শারমিন সোলতানাকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ চালায় দুূদক টীম।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান, ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কক্সবাজার সদর উপজেলা ভুমি অফিসে অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, নামজারি ও অন্যান্য জমি সংক্রান্ত সেবার ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির বেশি টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সরবরাহ করা হয়েছে। তদন্ত করে যদি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমন অভিযান অব্যাহত থাকার কথাও জানান এই কর্মকর্তা।