
শাহেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার।।
কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বেন্টু দাশসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের আইবিপি রোডস্থ নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত(ওসি) ইলিয়াস খান।
ইলিয়াস খান জানান, সোহেল আহমেদ বাহাদুর জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারকৃত সোহেল আহমদ বাহাদুর কক্সবাজার জেলা যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে সোহেল আহমদ বাহাদুর আত্মগোপনে ছিলেন। তবে তিনি কক্সবাজার শহরের নিজ বাসাতেই দীর্ঘদিন ধরে ছিলেন বলে জানা গেছে।
এদিকে, কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বেন্টু দাশকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টায় শহরের বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
ওসি বলেন, জুলাই আন্দোলনের সময় হামলার ঘটনায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।