
স্টাফ করেসপনডেন্ট, চট্টগ্রাম।।
চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে আব্দুস সালাম মোল্লা (৫৪) নামে এক ব্যক্তিকে ৩,৯০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১১ই মে বিকালে চালানো অভিযান তার দেহ তল্লাশী চালিয়ে শরীরে সাথে বিশেষ কায়দায় বাধা ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার।
গ্রেফতার হওয়া আব্দুস সালাম মোল্লা নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা, নয়াপাড়া, মোল্লাপাড়া, ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল তাহের মোল্লার ছেলে এবং ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার ঢাকা জেলা কমিটির যুগ্ম সম্পাদক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক
হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, আব্দুস সালাম মোল্লা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে এবং ঢাকার কামরাঙ্গিরচর সহ বিভিন্ন স্থানে ইয়াবা ব্যবসা করে আসছে।
তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়া, মাদারীপুর সহ বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করতেন। এই ব্যক্তি যখন প্রথম ইয়াবা কক্সবাজারে কিনতে যেতেন তখন প্রতি পিস ৪৫ টাকা করে কিনতেন, আজ ১১ মে কক্সবাজার থেকে ক্রয় করেন প্রতিটি পিস ইয়াবা ১২০ টাকায়।
শনিবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকার একটি হোটেলে ছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতে ইয়াবা লেনদেন করেন, যাতে কেউ সন্দেহ না করে। পরে চট্টগ্রামে এসে ধরা পড়েন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বলেও জানান তিনি ।