০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

রামুতে কোরবানির গরু নিয়ে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত

একরামুল হক, স্টাফ রিপোর্টার।।

কক্সবাজারের রামুতে কোরবানির গরু নিয়ে বাড়ী ফেরার পথে ডাকাত দলের ছুরিকাঘাতে পারভেজ (১৬) নামে একজন কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

৩ জুন মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে।

আহতরা হলেন দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদার পাড়ার বাসিন্দা আহমদ হোসেনের দুই ছেলে—ফোরকান ও আরেকজন আহমদ হোসেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান জানান প্রাথমিক তদন্তে জানা গেছে, গরু চোরচক্রের একজনকে আটকের পর তাকে ছিনিয়ে নিতে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

তিনি আরও জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে পারভেজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অন্য দুজন চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

জনপ্রিয়

নান্দাইল পুলিশের তৎপরতা এবং একটি ‘মিসটেক’

রামুতে কোরবানির গরু নিয়ে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত

০৪:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

একরামুল হক, স্টাফ রিপোর্টার।।

কক্সবাজারের রামুতে কোরবানির গরু নিয়ে বাড়ী ফেরার পথে ডাকাত দলের ছুরিকাঘাতে পারভেজ (১৬) নামে একজন কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

৩ জুন মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে।

আহতরা হলেন দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদার পাড়ার বাসিন্দা আহমদ হোসেনের দুই ছেলে—ফোরকান ও আরেকজন আহমদ হোসেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান জানান প্রাথমিক তদন্তে জানা গেছে, গরু চোরচক্রের একজনকে আটকের পর তাকে ছিনিয়ে নিতে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

তিনি আরও জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে পারভেজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অন্য দুজন চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।