
সিবিসি নিউজ ডেস্ক।।
বান্দরবানের আলিকদমে বেড়াতে গিয়ে পর্যটক নিহতের মামলায় গ্রেফতার ট্যুর অপারেটর বর্ষা ইসলামকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১৫ জুন) দুপুরে বর্ষাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তার আইনজীবী জামিন চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এমরান তার জামিন মন্জুর করে।
এর আগে শনিবার আলিকদম থানায় নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান অবহেলা ও দায়িত্বে গাফিলতি করে নিজের মেয়ের মৃত্যুর জন্য অনলাইন ভ্রমণ গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ বাংলাদেশের এডমিন বর্ষা ইসলামকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ বর্ষাকে গ্রেফতার করে। পরে রোববার আদালতে জামিন চাইলে আদালত তার জামিন মন্জুর করে।
গত ৯ জুন বর্ষার নেতৃত্বে ৩৩ জনের একটি পর্যটক দল আলিকদম উপজেলার দুর্গম বিভিন্ন পাহাড় ও ঝরনা ভ্রমণে যায়। সেখান থেকে ফেরার সময় জুবাইরুল স্মৃতি আকতার ও শুভ নামে ৩ পর্যটক নিখোঁজ হন। পরে জুবাইরুল ও স্মৃতি আকতারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহত স্মৃতি আকতারের বাবা বাদী হয়ে বর্ষাকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।