০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

বধূসাজা হলোনা রিমঝিম বড়ুয়ার : হাফেজ হওয়ার স্বপ্ন ভঙ্গ রিয়াদের

শাহজাহান চৌধুরী শাহীন।। 

কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়ার বিয়ের দিন ছিল আগামী ৬ জুলাই।রামু থেকে সকালে উঠেছিলেন চট্টগ্রামগামী পূরবী এসি বাসে।

কিন্তু পানিরছড়ার আগেই জেটির রাস্তায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার সকাল ৮টার দিকে
যাত্রীবাহি পূরবী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে  বাসটি গড়িয়ে পড়ে গভীর খাদে। আর গাছে আটকা পড়ে কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিমঝিম বড়ুয়াসহ বাবা ও ছেলে।

নিহত রিমঝিম বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আগামী ৬ জুলাই রিমঝিমের যেখানে বধূ সাজার কথা ছিল, সেই স্বপ্ন ম্লান হয়ে মিলিয়ে গেল সাদা কাফনের কাপড়ে মোড়ানো এক করুণ বিদায়ে।

এই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক যেন প্রতিদিনই
চলা জীবনের সঙ্গে বয়ে আনে এক অনিশ্চয়তার ভয়াবহ লড়াই।

একই দূর্ঘটনায়  হাবিব উল্লাহ সওদাগরের স্বপ্ন ঝরে গেল সড়কে। হাফেজি শেষ করা সন্তান মোহাম্মদ রিয়াদকে আলেম বানানোর স্বপ্ন ছিল বাবার। ছেলেকে চট্টগ্রামে হাফেজখানায় নিয়ে যাওয়ার পথে বাবা ও ছেলে দুইজনই মারা যান।এঘটনায় রামু সহ পুরো জেলায় শোক বিরাজ করছে।

জনপ্রিয়

নান্দাইল পুলিশের তৎপরতা এবং একটি ‘মিসটেক’

বধূসাজা হলোনা রিমঝিম বড়ুয়ার : হাফেজ হওয়ার স্বপ্ন ভঙ্গ রিয়াদের

১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

শাহজাহান চৌধুরী শাহীন।। 

কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়ার বিয়ের দিন ছিল আগামী ৬ জুলাই।রামু থেকে সকালে উঠেছিলেন চট্টগ্রামগামী পূরবী এসি বাসে।

কিন্তু পানিরছড়ার আগেই জেটির রাস্তায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার সকাল ৮টার দিকে
যাত্রীবাহি পূরবী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে  বাসটি গড়িয়ে পড়ে গভীর খাদে। আর গাছে আটকা পড়ে কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিমঝিম বড়ুয়াসহ বাবা ও ছেলে।

নিহত রিমঝিম বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আগামী ৬ জুলাই রিমঝিমের যেখানে বধূ সাজার কথা ছিল, সেই স্বপ্ন ম্লান হয়ে মিলিয়ে গেল সাদা কাফনের কাপড়ে মোড়ানো এক করুণ বিদায়ে।

এই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক যেন প্রতিদিনই
চলা জীবনের সঙ্গে বয়ে আনে এক অনিশ্চয়তার ভয়াবহ লড়াই।

একই দূর্ঘটনায়  হাবিব উল্লাহ সওদাগরের স্বপ্ন ঝরে গেল সড়কে। হাফেজি শেষ করা সন্তান মোহাম্মদ রিয়াদকে আলেম বানানোর স্বপ্ন ছিল বাবার। ছেলেকে চট্টগ্রামে হাফেজখানায় নিয়ে যাওয়ার পথে বাবা ও ছেলে দুইজনই মারা যান।এঘটনায় রামু সহ পুরো জেলায় শোক বিরাজ করছে।