মোহাম্মদ ইসহাক, স্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর জেটির রাস্তা এলাকায় সড়ক দূর্ঘটনায় বাবা ছেলেসহ তিন জনের প্রাণহানি হয়েছে। রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন জানান, সোমবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
এতে আরো অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার তথ্য দিয়েছে সেখানে কর্তব্যরত চিকিৎসক।
ওসি নাসির উদ্দিন জানান, নিহতরা হলেন- কক্সবাজারের পিএমখালীর দক্ষিণ পাতলী এলাকার ব্যবসায়ী হাবিবুব উল্লাহ (৫৫) ও তার ৯ বছরের শিশু সন্তান মো. রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকূল এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাসির উদ্দীন বলেন, “ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে চট্টগ্রামগামী পূরবী বাসের সংঘর্ষ হয়। এতে পূরবী বাসটি উলটে সড়কের পাশে পড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি গাছে আটকে যায়। নিহতরা সকলেই বাস যাত্রী।
এদিকে হাসপাতালে উপস্থিত কক্সবাজারের পিএমখালীর স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, নিহত হাবিবউল্লাহ রামুতে কাপড়ের ব্যবসা করেন। তার সন্তান পড়েন চট্টগ্রামের একটি মাদ্রাসায়। ঈদের ছুটি শেষে ছেলেকে মাদ্রাসায় দিতে যাচ্ছিলেন হাবিব উল্লাহ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান বলেন, নিহতদের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। পরে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।