আমানউল্লাহ আনোয়ার, স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের রামুতে একদিনের ব্যবধানে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিট এলাকায় আরও একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
যদিও অজগর লোকালয়ের কাছাকাছি থাকা প্রজাতির সাপ নয়! কিন্তু গত কিছুদিন ধরে লোকালয়ে বেরিয়ে আসা সাপ গুলাকেই উদ্ধার করা হয়েছে কৃষক-বা খামারিদের সহযোগিতায়।
দারিয়ারদীঘি বিট কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, মরিচ্যা এলাকায় লোকালয়ে একটি অজগর সাপ আটক করা হয়েছে এমন খবর পেয়ে বন্যপ্রাণী প্রতিক্রিয়া দল এর দক্ষ সদস্যসহ উক্ত এলাকায় পৌছে অজগর সাপটি উদ্ধার করে। পরে রাজারকুল রেঞ্জ অফিস নিয়ে আসা হয়।
রাজারকূল রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজের পরামর্শক্রমে
অজগর সাপটি রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।