সিবিসি নিউজ রিপোর্ট।।
বাবা-মায়ের পরম আদরের সন্তান যখন মাদকাসক্ত হয়ে পড়ে, তখন সেই সন্তানই হয়ে ওঠে তাদের দুঃখ-কষ্টের মূল কারণ। এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরী।
জানা যায়, মাদকে আসক্ত ছেলে প্রতিনিয়ত মাদক সেবনের জন্য বাবা-মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করত, ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রিসহ আশপাশের বাড়িতে চুরির ঘটনাও ঘটাত।
এমনকি, সত্তরোর্ধ্ব বৃদ্ধ বাবা-মায়ের গায়েও একাধিকবার হাত তুলেছে সে। চরম নিরুপায় হয়ে অবশেষে ছেলের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হন মা-বাবা।
রবিবার ২৯ জুন কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরেজমিন তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী অভিযুক্ত যুবককে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেন ভুক্তভোগী বাবা-মা এবং এলাকাবাসী।
একই দিনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ এলাকাবাসী সাধুবাদ জানান।