০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

রামুতে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মুহাম্মদ একরামুল হক,  স্টাফ রিপোর্টার।।

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত আবদুল মান্নান (প্রকাশ মন্নান) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। নিহত মান্নান ওই এলাকার মোছন আলীর ছেলে। রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে আবদুল মান্নানকে ধাওয়া করে আটক করে এলাকাবাসী। প্রাণভয়ে তিনি এক মহিলার বাড়িতে আশ্রয় নেন। পরে গ্রামবাসী ওই বাড়ি ঘেরাও করে তাকে বের করে আনে এবং প্রকাশ্য দিবালোকে মধ্যযুগীয় কায়দায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রামু থানার হিমছড়ি পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মান্নানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। স্থানীয় জনগণের গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

তবে, পরিবারের দাবী, জায়গা জমি দখল করার জন্যই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

জনপ্রিয়

নান্দাইল পুলিশের তৎপরতা এবং একটি ‘মিসটেক’

রামুতে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

০৫:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

মুহাম্মদ একরামুল হক,  স্টাফ রিপোর্টার।।

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত আবদুল মান্নান (প্রকাশ মন্নান) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। নিহত মান্নান ওই এলাকার মোছন আলীর ছেলে। রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে আবদুল মান্নানকে ধাওয়া করে আটক করে এলাকাবাসী। প্রাণভয়ে তিনি এক মহিলার বাড়িতে আশ্রয় নেন। পরে গ্রামবাসী ওই বাড়ি ঘেরাও করে তাকে বের করে আনে এবং প্রকাশ্য দিবালোকে মধ্যযুগীয় কায়দায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রামু থানার হিমছড়ি পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মান্নানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। স্থানীয় জনগণের গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

তবে, পরিবারের দাবী, জায়গা জমি দখল করার জন্যই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।