শাহনেওয়াজ চৌধুরী শাফিন, স্টাফ রিপোর্টার।।
কক্সবাজারের উখিয়ায় ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। নিজের ৪ বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে খুন করেছে মাদকাসক্ত এক পাষণ্ড বাবা। শুধু খুন করেই ক্ষান্ত হননি, মেয়ের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
শনিবার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। প্রতিবেশীরা জানান, রাত ৮টার দিকে মাদকাসক্ত বাবা আমান উল্লাহর বাড়ীতে এসে তার কন্যা শিশুকে মাথায় আঘাত করে হত্যার পর মরদেহ পাশ্ববর্তী নদীতে ভাসিয়ে দেয়।
মেয়ের মা চিৎকার-চেঁচামেচি করে ঘটনাটি গ্রামবাসীকে জানায়।
পরে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে ঘরের টিন খুলে ভিতরে ডুকে ঘাতক বাবাকে খাটের নিচ থেকে আটক করে এবং মেয়ের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শিশুটিকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত শিশুর নাম কানিজ ফাতেমা।
অভিযুক্ত বাবা আমান উল্লাহকে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোছাইন জানান,
আমরা অভিযুক্ত পিতাকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশ্ন উঠেছে—একজন বাবা কীভাবে নিজের সন্তানের জীবন নিতে পারে?
এমন নির্মম ঘটনা নাড়া দিয়েছে পুরো উখিয়াবাসীকে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।