জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রথম মৃত্যু বার্ষিকী আজ। মৃত্যু দিবসে ওয়াসিমকে স্মরণ করা হচ্ছে নানা আয়োজনে।
বুধবার ১৬ই জুলাই সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ও সিনিয়র সহসভাপতি, আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া,সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধি দল পেকুয়া মেহেরনামায় ওয়াসিমের কবর জিয়ারত করেন। এর আগে বাড়িতে গিয়ে ওয়াসিমের বাবা-মায়ের সাথে দেখা করেন তারা। এসময় পরিবারের খোঁজ খবর নেন।
এসময় কেন্দ্রীয় ছাত্রদল ও কক্সবাজার জেলার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে নাছির উদ্দীন সাংবাদিকদের জানান, শহীদ ওয়াসিম আকরাম পড়ালেখা করে চাকুরী নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।
তাঁর মৃত্যু বার্ষিকীতে ওয়াসিমকে যেভাবে স্মরণ করার কথা ছিলো সেরকম কোন আয়োজন সরকারের পক্ষ থেকে চোখে পড়েনি, যা আমাদের হতাশ করেছে।
তিনি দাবী করেন, যে স্বপ্ন বুকে ধারণ করে ওয়াসিম মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না৷ আমরা মনে করি, বর্তমান সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে ওয়াসিমকে। যার কারণে সবখানে বৈষম্যের শিকার হচ্ছে শহীদ ওয়াসিম।
বুধবার দুপুর ১ টা পর্যন্ত ছাত্রদল ছাড়া অন্যকোন রাজনৈতিক বা সামাজিক সংগঠনকে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি৷ চোখে পড়েনি উপজেলা প্রশাসনের কোন আয়োজনও।