০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

সিলেট সুনামগঞ্জে ৯৭ লক্ষ টাকার চোরাচালানী মালামালসহ ০১ জন আসামী আটক

 

বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপি সদস্যদের মাধ্যমে অভিযান চালিয়ে ৯৭ লক্ষ টাকার ভারতীয় পন্য ও মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে বিজিবি।

শনিবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ৩১ জানুয়ারি এবং ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, পান্থুমাই, কালাসাদেক, দমদমিয়া, লাফার্জ, মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, চিনি, গরু, মহিষ, কমলা, ডালিম, গার্নিয়ার ক্রিম, বেটনোভেট ক্রিম, জিলেট ব্লেইড, কম্বল, পোস্ত দানা, সাবান, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা এবং মাদকদ্রব্যসহ ০১ জন আসামী আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬,৭৪,০০০.০০ (ছিয়ানব্বই লক্ষ চুয়াত্তর হাজার) টাকা সমপরিমাণ ।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি, বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে গোয়াইনঘাট থানায় সোর্পদ করা হয়েছে।

জনপ্রিয়

নান্দাইল পুলিশের তৎপরতা এবং একটি ‘মিসটেক’

সিলেট সুনামগঞ্জে ৯৭ লক্ষ টাকার চোরাচালানী মালামালসহ ০১ জন আসামী আটক

০৪:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

 

বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপি সদস্যদের মাধ্যমে অভিযান চালিয়ে ৯৭ লক্ষ টাকার ভারতীয় পন্য ও মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে বিজিবি।

শনিবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ৩১ জানুয়ারি এবং ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, পান্থুমাই, কালাসাদেক, দমদমিয়া, লাফার্জ, মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, চিনি, গরু, মহিষ, কমলা, ডালিম, গার্নিয়ার ক্রিম, বেটনোভেট ক্রিম, জিলেট ব্লেইড, কম্বল, পোস্ত দানা, সাবান, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা এবং মাদকদ্রব্যসহ ০১ জন আসামী আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬,৭৪,০০০.০০ (ছিয়ানব্বই লক্ষ চুয়াত্তর হাজার) টাকা সমপরিমাণ ।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি, বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে গোয়াইনঘাট থানায় সোর্পদ করা হয়েছে।