০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

কৈয়ারবিলের ডাবল মার্ডার শহীদ খায়রুদ্দীন ও আরিফ হোসেনের হত্যাকান্ড নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ার নিন্দা ও প্রতিবাদ

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাছিমারকাটায় ডাবল মার্ডারের শিকার তথা শহীদ খাইরুদ্দীন ও শহীদ আরিফ হোসেনের হত্যাকান্ড নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভিকটিমের পরিবার । সাম্প্রতি সোসাইল মিডিয়াতে বিগত ২৩ ফেব্রুয়ারী ২০২২ সালের মারামারির একটি ভিডিও ২০ মে-২৫ তারিখের খাইরুদ্দিন ও আরিফ হত্যার পরবর্তী ভিডিও বলে চালিয়ে দেয় । হত্যার পরবর্তী জনরোষের ঘটনাকে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট বলে ঘৃণ্য অপপ্রচার চালায় ।

 

হত্যাকান্ডের ঘটনার বাদি আরমান হোসেন, হত্যাকান্ডের পূর্বে একটি ঘটনার খুনি সুজনের বিরুদ্ধে জি আর ৫৯৬/২২ মামলার বাদি গিয়াস উদ্দিন ও সাক্ষী জিয়া উদ্দিনকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ায়।

অথচ ঘটনার সময় বাদি আরমান হোসেন চাকরির সুবাদে চট্টগ্রাম অবস্থান করছিল । জিয়া উদ্দিন মুমূর্ষু ভাই খাইরুদ্দিনকে নিয়ে চট্টগ্রাম ছিল । এরপরেও ডাবল মার্ডারকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন অপপ্রচার চালায় ।

 

প্রকাশ্যে হত্যাকান্ডকে আড়াল করতে ঘৃণ্য অপপ্রচার থেকে সরে আসার আহ্বান জানাই , অন্যতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

 

প্রতিবাদকারী:

গিয়াস উদ্দিন, (নিহত খায়রুদ্দীনের মামা)

জিয়া উদ্দিন (নিহত খাইরুদ্দিনের ছোট ভাই)

আরমান হোসেন(নিহত আরিফ হোসেনের ছোট ভাই।

 

হাছিমারকাটা, ৬নং ওয়ার্ড, কৈয়ারবিল,চকরিয়া।

জনপ্রিয়

নান্দাইল পুলিশের তৎপরতা এবং একটি ‘মিসটেক’

কৈয়ারবিলের ডাবল মার্ডার শহীদ খায়রুদ্দীন ও আরিফ হোসেনের হত্যাকান্ড নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ার নিন্দা ও প্রতিবাদ

০৫:১৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাছিমারকাটায় ডাবল মার্ডারের শিকার তথা শহীদ খাইরুদ্দীন ও শহীদ আরিফ হোসেনের হত্যাকান্ড নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভিকটিমের পরিবার । সাম্প্রতি সোসাইল মিডিয়াতে বিগত ২৩ ফেব্রুয়ারী ২০২২ সালের মারামারির একটি ভিডিও ২০ মে-২৫ তারিখের খাইরুদ্দিন ও আরিফ হত্যার পরবর্তী ভিডিও বলে চালিয়ে দেয় । হত্যার পরবর্তী জনরোষের ঘটনাকে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট বলে ঘৃণ্য অপপ্রচার চালায় ।

 

হত্যাকান্ডের ঘটনার বাদি আরমান হোসেন, হত্যাকান্ডের পূর্বে একটি ঘটনার খুনি সুজনের বিরুদ্ধে জি আর ৫৯৬/২২ মামলার বাদি গিয়াস উদ্দিন ও সাক্ষী জিয়া উদ্দিনকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ায়।

অথচ ঘটনার সময় বাদি আরমান হোসেন চাকরির সুবাদে চট্টগ্রাম অবস্থান করছিল । জিয়া উদ্দিন মুমূর্ষু ভাই খাইরুদ্দিনকে নিয়ে চট্টগ্রাম ছিল । এরপরেও ডাবল মার্ডারকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন অপপ্রচার চালায় ।

 

প্রকাশ্যে হত্যাকান্ডকে আড়াল করতে ঘৃণ্য অপপ্রচার থেকে সরে আসার আহ্বান জানাই , অন্যতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

 

প্রতিবাদকারী:

গিয়াস উদ্দিন, (নিহত খায়রুদ্দীনের মামা)

জিয়া উদ্দিন (নিহত খাইরুদ্দিনের ছোট ভাই)

আরমান হোসেন(নিহত আরিফ হোসেনের ছোট ভাই।

 

হাছিমারকাটা, ৬নং ওয়ার্ড, কৈয়ারবিল,চকরিয়া।