
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাছিমারকাটায় ডাবল মার্ডারের শিকার তথা শহীদ খাইরুদ্দীন ও শহীদ আরিফ হোসেনের হত্যাকান্ড নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভিকটিমের পরিবার । সাম্প্রতি সোসাইল মিডিয়াতে বিগত ২৩ ফেব্রুয়ারী ২০২২ সালের মারামারির একটি ভিডিও ২০ মে-২৫ তারিখের খাইরুদ্দিন ও আরিফ হত্যার পরবর্তী ভিডিও বলে চালিয়ে দেয় । হত্যার পরবর্তী জনরোষের ঘটনাকে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট বলে ঘৃণ্য অপপ্রচার চালায় ।
হত্যাকান্ডের ঘটনার বাদি আরমান হোসেন, হত্যাকান্ডের পূর্বে একটি ঘটনার খুনি সুজনের বিরুদ্ধে জি আর ৫৯৬/২২ মামলার বাদি গিয়াস উদ্দিন ও সাক্ষী জিয়া উদ্দিনকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ায়।
অথচ ঘটনার সময় বাদি আরমান হোসেন চাকরির সুবাদে চট্টগ্রাম অবস্থান করছিল । জিয়া উদ্দিন মুমূর্ষু ভাই খাইরুদ্দিনকে নিয়ে চট্টগ্রাম ছিল । এরপরেও ডাবল মার্ডারকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন অপপ্রচার চালায় ।
প্রকাশ্যে হত্যাকান্ডকে আড়াল করতে ঘৃণ্য অপপ্রচার থেকে সরে আসার আহ্বান জানাই , অন্যতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
প্রতিবাদকারী:
গিয়াস উদ্দিন, (নিহত খায়রুদ্দীনের মামা)
জিয়া উদ্দিন (নিহত খাইরুদ্দিনের ছোট ভাই)
আরমান হোসেন(নিহত আরিফ হোসেনের ছোট ভাই।
হাছিমারকাটা, ৬নং ওয়ার্ড, কৈয়ারবিল,চকরিয়া।