০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

মাদকাসক্ত ছেলের ৮ মাস কারাদণ্ড, স্বস্তিতে পরিবার ও এলাকাবাসী

সিবিসি নিউজ রিপোর্ট।। 

বাবা-মায়ের পরম আদরের সন্তান যখন মাদকাসক্ত হয়ে পড়ে, তখন সেই সন্তানই হয়ে ওঠে তাদের দুঃখ-কষ্টের মূল কারণ। এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরী।

জানা যায়, মাদকে আসক্ত ছেলে প্রতিনিয়ত মাদক সেবনের জন্য বাবা-মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করত, ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রিসহ আশপাশের বাড়িতে চুরির ঘটনাও ঘটাত।

এমনকি, সত্তরোর্ধ্ব বৃদ্ধ বাবা-মায়ের গায়েও একাধিকবার হাত তুলেছে সে। চরম নিরুপায় হয়ে অবশেষে ছেলের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হন মা-বাবা।

রবিবার ২৯ জুন কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরেজমিন তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী অভিযুক্ত যুবককে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেন ভুক্তভোগী বাবা-মা এবং এলাকাবাসী।

একই দিনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ এলাকাবাসী সাধুবাদ জানান।

জনপ্রিয়

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় অসদাচরণের বিষয়ে পুলিশের ‘দুঃখ প্রকাশ’

মাদকাসক্ত ছেলের ৮ মাস কারাদণ্ড, স্বস্তিতে পরিবার ও এলাকাবাসী

০৫:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

সিবিসি নিউজ রিপোর্ট।। 

বাবা-মায়ের পরম আদরের সন্তান যখন মাদকাসক্ত হয়ে পড়ে, তখন সেই সন্তানই হয়ে ওঠে তাদের দুঃখ-কষ্টের মূল কারণ। এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরী।

জানা যায়, মাদকে আসক্ত ছেলে প্রতিনিয়ত মাদক সেবনের জন্য বাবা-মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করত, ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রিসহ আশপাশের বাড়িতে চুরির ঘটনাও ঘটাত।

এমনকি, সত্তরোর্ধ্ব বৃদ্ধ বাবা-মায়ের গায়েও একাধিকবার হাত তুলেছে সে। চরম নিরুপায় হয়ে অবশেষে ছেলের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হন মা-বাবা।

রবিবার ২৯ জুন কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরেজমিন তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী অভিযুক্ত যুবককে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেন ভুক্তভোগী বাবা-মা এবং এলাকাবাসী।

একই দিনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ এলাকাবাসী সাধুবাদ জানান।